তোমার আমার জীবনের গল্প এক নয়,
তুমি চেয়েছিলে শুধু সুখকে করতে জয়,
কতশত পাওয়ার মাঝে ছিল তোমাকে হারানোর ভয়,
আজ সত্যি যা মন বলে তা কখনোই সত্যি নয়,
তোমার দৃষ্টিতে আজ পৃথিবী দেখার বড্ড ইচ্ছে হয়,
জানি কতকাল আগেই হয়ে গেছে আমার মায়া ক্ষয়,
তোমার মাঝে বিলীন হওয়ার খুব যে মনে কয়,
নিরবে নিঠুর ব্যাথা এই হিয়ায় অবিরত বয়,
একটু অশ্রু ফেলো যদি মনে আজো টান রয়,
আমার মন মরুতে যেন সুখ অনুভব হয়,
আমি চেয়েছিলাম বেঁচে থাকতে প্রতিটি ক্ষণ তুমি ময়,
জানো কেমনে তোমার ভেতর অন্যকে এই আমি সয়?
নিজের সমস্ত সত্তাকে ধীরে ধীরে করে লয়,
তবুও তুমি সুখে থেকো আমাকে বুঝ দিয়ে নয় ছয়,
যেন কখনো নিজেকে মোর মত বড্ড একা মনে না হয়,
আমাকে বাধ্য করোনা তোমাকে আবার করতে জয়।
সময় জার্নাল/আরইউ